28 C
Dhaka
October 17, 2025 3:33 am
Cricket

বাংলাদেশের রেকর্ড স্কোর, শারমিনের ৪ রানের আক্ষেপ

বাংলাদেশের রেকর্ড সংগ্রহ, শারমিনের ৪ রানের আক্ষেপ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু থেকেই শারমিন আক্তারের ব্যাটে সেঞ্চুরির সুবাস ছড়াচ্ছিল। তার অনবদ্য পারফরম্যান্সের কল্যাণে বাংলাদেশ দল ওয়ানডে ইতিহাসে নিজেদের রেকর্ড সংগ্রহের পথে ছুটে চলেছে। শারমিন দ্রুততম সেঞ্চুরি করতে না পারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ তুমুল রেকর্ড সংগ্রহ করেছে।

শারমিনের ৯৬ এবং ফারজানার ৬১ রানের অবদানে ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়াদের বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। আজ আয়াল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের এটি সর্বোচ্চ সংগ্রহ, আগে সর্বোচ্চ ছিল ৭ উইকেটে ২১০ রান। 

১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা শারমিন বাংলাদেশের ইনিংসের মূল চালিকাশক্তি ছিলেন। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক ৫৯ রান করেন ১১২ বলে। দুবার জীবনদান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি মুর্শিদা। তিনি ৩৮ রান করে আউট হন। এরপর গল্পটা শুধুই শারমিনের। উদ্বোধনী জুটি থেকে পাওয়া ভিত্তিকে কাজে লাগিয়ে শারমিন ইনিংসের শুরু থেকেই রানের গতি বাড়ানোর চেষ্টা করেন।

তিনি দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি করেন। বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ দ্রুত ফিফটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এই রেকর্ডটি রুমানা আহমেদ দখল করে রেখেছিলেন। ১১০ বলে ৬১ রানের ইনিংস খেলে ফারজানা শারমিনকে ভাল সঙ্গ দেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৫ বলে ১০৪ রান সংগ্রহ করেন।

শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৮ বলে ২৮ রান শারমিনের কাজটা সহজ করে দেয়। তখন শারমিন সাবধানে খেলছিলেন। তার লক্ষ্য ছিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা। কিন্তু ইনিংসের ৭ বলে বাকি থাকতেই ফ্রেয়া সারজেন্টের অফ স্টাম্পের বাইরের বল মিড অফের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন।

সেঞ্চুরির সুবাস পেয়েও ৮৯ বলে ১৪টি চারের সাহায্যে ৯৬ রানে আউট হওয়ার হতাশা নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান শারমিন। স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ছোট্ট অবদান বাংলাদেশের রানকে আড়াই শতকের গণ্ডি পার করে দেয়। আয়ারল্যান্ডের ফ্রেয়া সারজেন্ট ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান লরা ডেলানি ও এইমি ম্যাগুয়ার।

Related posts

১৮১ রান পিছিয়ে ঘোষণা: মিরাজের হাতে ফিরল ক্রোনজের ছায়া

Desk

শানাকার ৩ বলে ৩০ রান: ফিক্সিংয়ের আঁচল আবার

Desk

আইপিএল নিলাম: কোন দলের হাতে রয়েছে কত টাকা

Desk

Leave a Comment