28 C
Dhaka
October 17, 2025 3:33 am
Cricket

আইপিএল মেগা নিলামের পর দলগুলোর অবস্থা

১৭ বছরের টুর্নামেন্টের ইতিহাসে ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশীর হট্টগোল তুলে কোটিপতি হয়ে যাওয়া, পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া গুরজপনীত সিং চেন্নাইতে নতুন দল খুঁজে পাওয়া, যাবতীয় রেকর্ড ভেঙেচুরে ২৭ কোটি রুপি দামের ঋষভ পন্তের আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে যাওয়া—এবারের আইপিএল নিলাম এমনই কত রোমাঞ্চকর গল্পের সূচনা করেছে!

সৌদি আরবের জেদ্দায় ২৪-২৫ নভেম্বরে হওয়া এই মেগা নিলামে মোট বিক্রি হয়েছে বিশ্বের ১৮২ জন খেলোয়াড়, যাঁদের কিনতে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি।

চলুন দেখে নেওয়া যাক, মেগা নিলামের পর কোন দল কেমন হয়ে উঠলো:

মুম্বাই ইন্ডিয়ান্স

  • স্কোয়াড: ২৩ জন
  • ভারতীয়: ১৫ জন
  • বিদেশী: ৮ জন
  • বজায় রাখা খেলোয়াড়: যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা
  • নিলামে কেনা: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, নমন ধীর, উইল জ্যাক, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, রিস টপলি, রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, বেভন জ্যাকবস, অশ্বিনী কুমার, কৃষ্ণান শ্রীজিৎ, অর্জুন টেন্ডুলকার, লিজাড উইলিয়ামস, ভিগনেশ পুথুর
  • মুম্বাইয়ের সবচেয়ে দামী: যশপ্রীত বুমরা (১৮ কোটি রুপি)

চেন্নাই সুপার কিংস

  • স্কোয়াড: ২৫ জন
  • ভারতীয়: ১৮ জন
  • বিদেশী: ৭ জন
  • বজায় রাখা খেলোয়াড়: রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এমএস ধোনি
  • নিলামে কেনা: নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, অংশুল কম্বোজ, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, বংশ বেদি, শ্রেয়াস গোপাল, সি আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি
  • চেন্নাইয়ের সবচেয়ে দামী: রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

  • স্কোয়াড: ২২ জন
  • ভারতীয়: ১৪ জন
  • বিদেশী: ৮ জন
  • বজায় রাখা খেলোয়াড়: বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল
  • নিলামে কেনা: জশ হ্যাজলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ সালাম, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, সুয়শ শর্মা, জ্যাকব বেথেল, দেবদূত পাড়িক্কাল, নুয়ান তুষারা, রোমারিও শেফার্ড, স্বপ্নীল সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্দগে, অভিনন্দন সিং, লুঙ্গি এনগিডি, মোহিত রাঠি
  • ব্যাঙ্গালোরের সবচেয়ে দামী: বিরাট কোহলি (২১ কোটি রুপি)

কলকাতা নাইট রাইডার্স

  • স্কোয়াড: ২১ জন
  • ভারতীয়: ১৩ জন
  • বিদেশী: ৮ জন
  • বজায় রাখা খেলোয়াড়: রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হর্ষিত রানা, রমনদীপ সিং
  • নিলামে কেনা: ভেঙ্কটেশ আইয়ার, আনরিখ নর্কিয়া, কুইন্টন ডি কক, অংকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী, বৈভব অরোরা, রোভমান পাওয়ে, অজিঙ্কা রাহানে, উমরান মালিক, মনীশ পান্ডে, অনুকূল রয়, লুবনিত সিসোদিয়া, মায়াঙ্ক মার্কান্ডে
  • কলকাতার সবচেয়ে দামী: ভেঙ্কটেশ আইয়ার (২৩ কোটি ৭৫ লাখ রুপি)

সানরাইজার্স হায়দরাবাদ

  • স্কোয়াড: ২০ জন
  • ভারতীয়: ১৩ জন
  • বিদেশী: ৭ জন
  • বজায় রাখা খেলোয়াড়: হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতীশ কুমার রেড্ডি
  • নিলামে কেনা: ঈশান কিষান, মোহম্মদ শামি, হর্ষাল প্যাটেল, রাহুল চাহার, অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, সিমারজিৎ সিং, ঈশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, অনিকেত বর্মা, অথর্ব তাইদে, শচীন বেবি
  • হায়দরাবাদের সবচেয়ে দামী: হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি)

রাজস্থান রয়্যালস

  • স্কোয়াড: ২০ জন
  • ভারতীয়: ১৪ জন
  • বিদেশী: ৬ জন
  • বজায় রাখা খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, ধ

Related posts

৭ রানে অলআউট: টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের নজির সৃষ্টি

Desk

সিলেট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ এগিয়ে

Desk

আজকের টিভি গাইড (২৬ নভেম্বর ২০২৪)

Desk

Leave a Comment